ইসলামাবাদ, ০৯ এপ্রিল- কেলেঙ্কারি আর পাকিস্তানি ক্রিকেটার যেন সমার্থক। হোক তা ক্রিকেট অথবা ক্রিকেটের বাইরের। একদিকে যেমন ম্যাচ গড়াপেটা, অপরদিকে মাঠের বাইরের নারী সংক্রান্ত ঘটনাও এদের জীবনে কম নেই। মোহাম্মদ আসিফ অথবা তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির নারী কেলেঙ্কারির খবরে এক সময় সরগরম ছিলো সংবাদ মাধ্যমগুলো। এবার সামনে এলো আরেক পাকিস্তানি ক্রিকেটাররের বউ পেটানোর ঘটনা। যে ঘটনায় ১৮ মাস জেল খাটতে হবে তাকে। ক্রিকেট ব্যাট দিয়ে স্ত্রীকে মারধর করা এবং ব্লিচ খাওয়ানোর অভিযোগ উঠেছিলো মুস্তফা বশীর নামের লিস্ট এ খেলা এক পাকিস্তানি বংশদ্ভুত ক্রিকেটারের বিরুদ্ধে। ঘটনা তিন বছর আগের। ২০১৩ সালে ৩৩ বছর বয়সী পাকিস্তানি মেয়ে ফাখারা করিমকে বিয়ে করেছিলেন মুস্তফা। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার সুবাদে লন্ডনে থাকেন তারা। অভিযোগ ওঠে, লন্ডনেই দিনের পর দিন ফাখারার উপর অত্যাচার করতেন মুস্তফা। লন্ডনের জীবনযাপন অনুযায়ী স্ত্রীকে আধুনিক সাজ-পোশাক পরতে বাধ্য করতেন। আর স্বামীর কথার অমান্য করলেই বেধড়ক মার খেতে হতা ফাখারাকে। সেই অপরাধেই ২০১৩ সালে পুলিশ গ্রেপ্তার করেছিলো বসিরকে। আদালত তাকে ১৮ মাসের সাজা শোনালেও তখন তাকে জেল হেফাজতে যেতে হয়নি। কিন্তু এবার সেই শাস্তি বশীরকে পেতেই হচ্ছে। গত শুক্রবার থেকে তার ১৮ মাসের কারাদণ্ড শুরু হয়েছে। সাথে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ ও এক হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে তাকে। বিচারক রিচার্ড ম্যানসেল জানান, বসিরের আইনজীবী মিথ্যা বলে ভুল বুঝিয়েছিলেন তাকে। বিচারককে বলা হয়েছিলো, কাউন্টির ক্রিকেট ক্লাব লিস্টারশায়ারের সঙ্গে সদ্য চুক্তি হয়েছে ওই পাক ক্রিকেটারের। তাই মুস্তফার ক্যারিয়ারের কথা ভেবে তাকে জেলে পাঠাননি বিচারক। পরবর্তীতে তদন্তে বেরিয়ে এসেছে, ওই ক্লাবের সাথে বশীরের কোনো চুক্তিই হয়নি। তবে ওল্ডহ্যাম, বোল্টনের মতো ক্লাবগুলোর হয়ে খেলেছেন মুস্তফা। সূত্র: বিবিসি আর/১০:১৪/০৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oVud4W
April 10, 2017 at 04:36AM
09 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top