নিজস্ব প্রতিবেদক ● এক সাথে দুটি জমজ সন্তান জন্মদানের পরও সুস্থ ও স্বাবাভিক ভাবেই পরীক্ষা কেন্দ্রে বসে দুঃসাহসিকতার সাথে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এক মা! সন্তান জন্মদানের ১৫ ঘণ্টা না যেতেই কুমিল্লার হোমনা উপজেলার রেহানা মজিদ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হাজির হন ওই পরীক্ষার্থী।
রেহানা মজিদ মহিলা কলেজ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক, কেন্দ্র সচিব ও হল সুপারের কাছ থেকে জানা গেছে যে, ওই ছাত্রীর নাম শারমিন আক্তার (রোল নং-৫৬০৯৭০) তার বাড়ি হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের বাহার কালমিনা গ্রামে। তার বাবার নাম মো. ইব্রাহিম মিয়া, মা সেলিনা বেগম।
সে এবছর হোমনা সরকারী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত ৫ই এপ্রিল বুধবার বিকাল ৩টায় ঢাকা গুলশানের একটি হাসপাতালে তার দুটি জমজ ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু সে তার পরও পরীক্ষা থেকে বিরত হয়নি।
তার এত বড় অপারেশনের ১৫ ঘন্টা যেতে না যেতেই সর্ম্পূণ সুস্থ না হওয়ার আগেই সাহসিকতার সাথে গুলশানের সেই হসপিটালে সন্তানদের রেখে বৃহস্পতিবার ছুটে আসে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য।
সকল পরীক্ষার্থীদের সাথে সে পরীক্ষার হলে বসে স্বাবাভিক ভাবেই অন্য পরীক্ষার্থীর মত পরীক্ষা দেয়।
এব্যাপারে এই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোমনা উপজেলা মৎস অফিসার বদিউল আলম সুফল বলেন, যে মেয়েটি তার সন্তান জন্মদানের ১৫ ঘন্টা না যেতেই পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছে তা নিঃসন্দেহে সাহসিকতার পরিচয় দিয়েছে সে। তার এই সাহসিতা সত্যিই প্রশংসনীয় ব্যাপার বলা যায়। কারন যেখানে অনেকেই সামান্য একটু শারিরীক অসুস্থতা দেখা দিলে পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকতে চায়। অথচ সে কিনা তার উপর এত বড় শারিরীক অপারেশন হওয়ার পরও সে সুস্থ ও স্বাবাভিক একজন মানুষের মত পরীক্ষা কেন্দ্রে বসে পরীক্ষা দেওয়ার মত এত বড় দুঃসাহসিকতার পরিচয় দিয়েছে তা তুলনা করার মত নয়। সে যেন বাকি পরীক্ষাগুলো সুস্থ ও স্বাবাভিক ভাবে দিতে পারে সে জন্য আমরা সার্বিক সহযোগিতা করব।
from ComillarBarta.com http://ift.tt/2o3W8j5
April 07, 2017 at 11:11AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন