সিরিয়ায় রাসায়নিক হামলার জেরে মৃত কমপক্ষে ৫৮, অসুস্থ ৩০০

বেইরট, ৫ এপ্রিলঃ সিরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে ইডলিব প্রদেশে বিষাক্ত রাসায়নিক গ্যাস হামলায় মৃত্যু হল ১১ জন শিশু সহ অন্তত ৫৮ জনের। অসুস্থ আরও ৩০০ জন। এই হামলার পর শ্বাসকষ্ট এবং মুখ থেকে সাদা ফেনা বেরিয়ে মৃত্যু ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

মঙ্গলবার ইদলিব প্রদেশের খান শেখু শহরে যুদ্ধবিমানের মাধ্যমে বিষাক্ত গ্যাস ছড়ানোর অভিযোগ। সিরিয়ার সরকারি সেনাবাহিনী ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তা অস্বীকার করা হয় সরকারের তরফে।

রাষ্ট্রসংঘের তদন্ত রিপোর্ট অনুযায়ী, গৃহযুদ্ধের কারণে গত ছ বছরে বিধ্বস্ত সিরিয়া। ২০১৪-১৫ সালে অন্তত তিনবার রাসায়নিক অস্ত্র প্রয়োগ করা হয়েছে। প্রত্যেরবারই সকল অভিযোগ অস্বীকার করেছে সিরিয়া সরকার। আজ জরুরি বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। বিশ্বজুড়ে গোটা ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oBDaTD

April 05, 2017 at 12:31PM
05 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top