আলিপুরদুয়ারের জমি সমস্যা মেটাতে আজ ঘোষণা মুখ্যমন্ত্রীর

কালচিনি, ২৭ এপ্রিলঃ আলিপুরদুয়ারের জমি সমস্যা নিয়ে আজ, বৃস্পতিবার বেশকিছু ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কোদালবস্তিতে প্রশাসনিক বৈঠকের পর এমন ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি বলেন, প্রশাসনিক বৈঠকে এনিয়ে কিছু বলব না। বীরপাড়ার জনসভায় বলব। আলিপুরদুয়ারের দীর্ঘদিনের জমি সমস্যার সমাধান কেন্দ্রীয়ভাবে করব।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই আলিপুরদুয়ার জেলার মানুষ, বিশেষ করে জয়গাঁ বাসিন্দারা আশায় বুক বাঁধছেন বীরপাড়ার জনসভায় মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিশেষ কিছু শোনার জন্য।

আজ সার্কাস ময়দানে দুপুর দুটোয় জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ফালাকাটায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল, ফালাকাটা থানার নতুন ভবন, মাদারিহাট-বীরপাড়া এবং কালচিনি ব্লকে মডেল স্কুল, একাধিক নদী বাঁধ নির্মাণ, আলিপুরদুয়ার জেলাস ১২টি স্টে সহ নানা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্‌বোধন করবেন তিনি। এছাড়া মাদারিহাট ৩৩/১১ কেভি সাবস্টেশন, জেলার বিভিন্ন বন্ধ চা বাগানে ৪৬টি ন্যায্যমূল্যের রেশন দোকান, একাধিক নদীবাঁধ ও জলপ্রকল্প, রাজাভাতখাওয়ায় পর্যটকদের জন্য পাঁচটি অতিথি আবাস সহ নানা প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, সবুজসাথী, গতিধারার মতো রাজ্য সরকারের নানা প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oLrnyn

April 27, 2017 at 11:29AM
27 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top