শিলিগুড়ি, ২৯ এপ্রিলঃ শনিবার শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং চলাকালীন মেয়র অশোক ভট্টাচার্যকে ব্যাগ ছুঁড়ে মারার অভিযোগ উঠল বিরোধী তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। আহত অশোকবাবুকে বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিত্সাধীন। শিলিগুড়ি পুরনিগমে নজিরবিহীন এই ঘটনায় স্তম্ভিত শিলিগুড়ির সাধারণ মানুষ।
শনিবার ছিল শিলিগুড়ি পুরনিগমের বোর্ড মিটিং। মিটিংয়ের শেষের দিকে বিকেল ৫ টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নিখিল সাহানি প্রস্তাব দেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বরোভিত্তিক বছরে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করার। তার জবাবে মেয়র অশোকবাবু বলেন, তিনিও চান গোটা রাজ্যে থাকুক সুস্থ সাংস্কৃতিক পরিবেশ। এতেই রে রে করে ওঠে তৃণমূল কাউন্সিলাররা। মেয়রের কথার স্পস্ট ব্যাখ্যা জানতে চান সকলে। চরম ডামাডোলের মধ্যে কেউ মেয়রকে একটি ব্যাগপ্যাক ছুঁড়ে মারে। নিমেষে রণক্ষেত্রের চেহারা নেয় বোর্ড মিটিং। হইচই পড়ে যায় পুরনিগমে। আহত অশোকবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসেন বাকি কাউন্সিলাররে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিকিত্সকরা তাঁর এমআরআই করার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল কাউন্সিলারের আচরণের প্রতিবাদে শহরে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।
from Uttarbanga Sambad http://ift.tt/2qg3ovU
April 29, 2017 at 06:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.