সোশ্যাল মিডিয়ায় অ্যাডমিন হলে সাবধান!

নয়াদিল্লি, ২২ এপ্রিলঃ আপনি কি কোনো ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। এবার থেকে গ্রুপ অ্যাডমিনরা থাকছেন নজরদারিতে।

গ্রুপে কোনো উসকানিমূলক পোস্ট হলে তার দায় নিতে হবে অ্যাডমিনকে। যিনি পোস্ট করেছেন তাঁর পাশাপাশি গ্রেফতার করা হতে পারে অ্যাডমিনের দায়িত্বে থাকা ব্যক্তিকেও। তবে আপাতত এই নিয়ম চালু হচ্ছে শুধু বারাণসীতে। অন্যত্রও চালু হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বারাণসীর জেলাশাসক যোগেশ্বররাম মিশ্র এবং পুলিশ সুপারিনটেনডেন্ট নীতিন তিওয়ারি যৌথভাবে ঘোষণা করেছেন, যদি কোনো উসকানিমূলক পোস্ট গ্রুপে দেখা যায় তাহলে সেই গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে এফআইআর করা যাবে।

ওই অর্ডারে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেক গ্রুপ আছে, যেগুলি কোনো সংবাদ পরিবেশক গ্রুপ হিসেবে তৈরি। কিন্তু সেখানে অনেক সময়ই সঠিক তথ্য দেওয়া হয় না। অ্যাডমিনরা তথ্যটি বিভ্রান্তমূলক কিনা সেটি যাচাই না করে পোস্টটিকে অনুমতি দেন।

অর্ডারে এও বলা হয়েছে, গ্রুপ অ্যাডমিনিস্ট্রেটরদের উচিত অচেনা কাউকে গ্রুপে যুক্ত না করা। যদিও গতবছর দিল্লি হাইকোর্ট জানিয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনরা কোনো পোস্টের জন্য দায়ী নয়। কিন্তু বারাণসীর এই অর্ডারে তার উলটো কথাই বলা হয়েছে। কোনো গুজব বা উসকানিমূলক পোস্ট দেখলে নিকটবর্তী থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। আপাতত বারাণসী দিয়ে শুরু হলেও, হয়তো অন্যত্রও এমন নিয়ম চালু হবে। তাই সোশ্যাল মিডিয়ার গ্রুপ অ্যাডমিনদের সতর্ক থাকাই বাঞ্ছনীয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।



from Uttarbanga Sambad http://ift.tt/2owqE4D

April 22, 2017 at 05:07PM
22 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top