ইসলামাবাদ, ২৮ এপ্রিল- বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে পুরোপুরি গুডবাই জানিয়ে দিয়েছেন পাকিস্তানের ড্যাশিং অলরাউন্ডার শহিদ আফ্রিদি। টেস্ট এবং ওয়ানডেকে আগেই গুডবাই জানিয়েছিলেন তিনি। সর্বশেষ জানিয়েছিলেন টি-টোয়েন্টিকে। ক্রিকেট থেকে অবসরের পর পিসিবি থেকে আফ্রিদিকে বলা হয়েছিল, আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হবে। দেয়া হবে ফেয়ারওয়েল। কিন্তু পিসিবির সেই প্রতিশ্রুতি শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকলো। ফেয়ারওয়েল আর দেয়া হচ্ছে না। বরং, পিসিবি যেন ভুলেই গেছে সেটা। এ কারণে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন আফ্রিদি। তিনি ক্ষুব্ধ অথচ, শান্ত গলায় বললেন, ফেয়ারওয়েল আর আমার প্রয়োজন নেই। পিসিবি যে আমাকে ফেয়ারওয়েল দেবে বলেছিল, সেটাই যথেষ্ট। তাতেই তা দেয়া হয়ে গেছে। একই সঙ্গে জানিয়ে দিলেন, ফেয়ারওয়েল দিতে চাইলেও এখন আর তিনি নিজে সময় দিতে পারবেন না। আফ্রিদির ক্ষোভটা বেশি নাজম শেঠির ওপর। কারণ তিনিই ফেয়ারওয়েলের ঘোষণাটা দিয়েছিলেন। এ কারণেই টুইটবার্তায় নাজম শেঠিকে উল্লেখ করে আফ্রিদি বলেন, নাজম শেঠি আপনি আমার সঙ্গে বৈঠক করে যে ফেয়ারওয়েল দেবেন বলেছিলেন, এ জন্য ধন্যবাদ। তবে দুর্ভাগ্যবশতঃ আমার কিছু কমিটমেন্টের কারণে, আপনারা যদি ফেয়ারওয়েলের আয়োজনও করেন, তবু আমি সময় দিতে পারবো না। তবে আশা করি, ফেয়ারওয়েল দেয়ার নিয়মটা যেন নিয়মিত হয়। আর/১৭:১৪/২৮ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qe0chz
April 28, 2017 at 11:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন