বেঙ্গালুরু, ১৭ এপ্রিলঃ চিন্নাস্বামীর ছোটো মাঠে রাইজিং পুনে সুপারজায়ান্টকে ১৬১ রানে আটকে রেখেও লাভ হল না। ব্যাটসম্যানদের ব্যর্থতায় লিগের লাস্ট বয়ের কাছে ঘরের মাঠে ২৭ রানে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রবিবার টসে জিতে পুনেকে ব্যাট করতে পাঠান বেঙ্গালুরু ক্যাপটেন বিরাট কোহলি। শুরুটা ভালোই করেছিল পুনে। অজিঙ্কা রাহানে (৩০) রাহুল ত্রিপাঠির (৩১) ওপেনিং জুটিতে ওঠে ৬৩ রান। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও চিন্নাস্বামীর স্লো পিচে রানের গতি বাড়াতে পারেননি পুনের ব্যাটসম্যানরা। পুনে অধিনায়ক স্টিভ স্মিথ(২৭) ও ধোনি (২৮) চেষ্টা করেও রানের গতি বাড়াতে পারেননি। ব্যাট হাতে এদিনও ব্যর্থ এবারের আইপিএলের সবচেয়ে দামী খেলোয়াড় বেন স্টোকস। পরের দিকে নেমে রানের গতি কিছুটা বাড়ান বাংলার মনোজ তিওয়ারি। তাঁর ১৯ বলে ২৭ রানের দৌলতে ১৬১ রানের ভদ্রস্থ স্কোর খাড়া করে পুনে সুপারজায়ান্ট। বেঙ্গালুরুর হয়ে দুটি উইকেট নেন অ্যাডাম মিলনে ও শ্রীনাথ অরবিন্দ। গেইলহীন বেঙ্গালারু এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। ১৪ রানের মাথায় শূন্য রানে আউট হন এপেনার মনদীপ সিং। বিরাট কোহলি ও এবি ডেভেলিয়ার্স টিমের হাল ধরার চেষ্টা করলেও ২৮ রানে স্টোকসের শিকার হন বিরাট। এদিন ডেভেলিয়ার্সের ব্যাটেও ঝড় দেখা যায়নি। ৩০ বলে ২৯ রান করেন তিনি। এবি আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানেই আটকে যায় রয়্যাল ইনিংস। পুনের হয়ে তিনটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও বেন স্টোকস। এই ম্যাচে হারের ফলে লিগ টেবিলে সবার নীচে (পাঁচ ম্যাচে ২ পয়েন্ট) চলে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অপরদিকে, চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ছয় নম্বরে উঠে এল পুনে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pshVkS
April 17, 2017 at 11:42AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন