মুম্বাই, ১৮ এপ্রিল- তাদের দুজনেরই নাম প্রায় এক। একজন অভিনেতা সোনু সুদ। অন্যজন, গায়ক সোনু নিগম। দ্বিতীয় জনের কৃতকর্মের ফল ভুগছেন প্রথমজন। প্রতিদিন ভোরে মাইকে আজানের শব্দে নাকি ঘুম ভাঙে সোনু নিগমের। আর তা নিয়ে প্রকাশ্যে প্রবল আপত্তি জানিয়েছেন গায়ক। সোমবার সকালে টুইটারে ক্ষোভ প্রকাশ করে তার প্রশ্ন, এ দেশে কবে জোর করে এভাবে ধর্মের সশব্দ ঘোষণা বন্ধ হবে? এর পরই পাল্টা টুইট হতে থাকে। অনেকেই সোনুকে ব্যঙ্গ করেন। তার সমালোচনা শুরু হয়ে যায় সোশাল ওয়ার্ল্ডে। গোটা ঘটনায় কোথাও ছিলেন না সোনু সুদ। কিন্তু ওয়েব দুনিয়ায় অনেকেই ভেবে নিয়েছেন এই বক্তব্য সোনু নিগমের নয়, সুদের। পদবির পার্থক্য চোখ এড়িয়ে গিয়েছে অনেকের। এরপর থেকেই ট্রোলড হচ্ছেন সোনু সুদ। বয়কট সোনু হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই লিখেছেন, আর সোনুর সিনেমা দেখবেন না। ফলে মিস্টার নিগমের বদলে টুইটারে ট্রলড হচ্ছেন সোনু সুদ। এ সব দেখে কেউ লিখেছেন, সোনু সুদ তার নামটা নিয়ে হয়তো এখন আফসোস করছেন। আবার কেউ লিখেছেন, সোনু সুদকে কি সবাই এখন আনফলো করে দিচ্ছেন? এ সব দেখে শুনে সোনু সুদ টুইট করেছেন, আমি এখনও অবাক, কে কাকে কী বলেছে? এবং কারা আমাকে কোথায় কী হয়েছে সেটা খুঁজে দেখতে বলছে?



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pNlu4i
April 18, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top