লস অ্যাঞ্জেলস, ১২ এপ্রিল- সারাবিশ্বে ১৪ এপ্রিল মুক্তি পাবে হলিউডের জনপ্রিয় ছবি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর অষ্টম সিক্যুয়েল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮। মজার বিষয় হলো- বাংলাদেশে ছবিটি একদিন আগেই ছবিটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। অর্থাৎ ১৩ এপ্রিল থেকে ছবিটি দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। ষষ্ঠবারের মতো এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন ক্রিস মরগান আর প্রযোজক হিসেবে নিয়েল এইচ মর্টিজের ফিরে আসার ছবি। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মানেই জমজমাট গতির লড়াই। শত্রুদের নিধন আর বন্ধুদের বাঁচানোর লড়াই ঘিরেই জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোর গল্প আবর্তিত হয়। এবারের ছবিটিও এর ব্যতিক্রম নয়। তবে এ পর্বের কাহিনীতে রয়েছে চমকপ্রদ বিষয়। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৮ পরিচালনা করেছেন এফ গ্যারি গ্রে। ছবিতে আগের মতোই থাকছেন ভিন ডিজেল, ডোয়াইন জনসন, জ্যাসন স্ট্যাথাম। নতুন করে এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন শার্লিজ থেরন। মূল খলচরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী এ অভিনেত্রী। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজে খলচরিত্রই থাকে মূল আকর্ষণ। সবশেষ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেন জেসন স্ট্যাথাম। এবারই প্রথম খলচরিত্রে এসেছেন শার্লিজ থেরন। দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস নামে সিরিজের যাত্রা শুরু ২০০১ সালে। আর অষ্টম পর্ব নির্মাণের ঘোষণাটি আসে মার্চ ২০১৫-তে। জিমি কিমেল লাইভে উপস্থিত হয়ে ডিজেল এ ঘোষণাটি দেন। ফিউরিয়াস ৮ নির্মাণের প্রস্তুতি শুরু হয় ফিউরিয়াস-৭-এর রিলিজের পরপরই, যখন প্রযোজক নিয়েল এইচ মর্টিজ ডিজেল এবং মরগানকে স্বাক্ষর করান। লোকেশন হিসেবে বেছে নেয়া হয় মেভাটন, হাভানা, আটলান্টা, ক্লিভলেন্ড এবং নিউইয়র্ক সিটিকে। ছবির মিউজিক কম্পোজিশনে আছেন ব্রায়ান টাইলার যিনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম পর্বেও সংগীতের দায়িত্বে ছিলেন। আটলান্টিক রেকর্ড সাউন্ডট্রেক অ্যালবামটি মুক্তি দিতে যাচ্ছে ছবিটির মুক্তির দিনই। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সবগুলো ছবিই দারুণ জনপ্রিয়তা পেয়েছে এবং বক্স অফিস মাত করেছে। আর/১৭:১৪/১২ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oyoEvA
April 12, 2017 at 11:20PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন