কুমিল্লায় কলেজ শিক্ষককে কারাদণ্ড, ১১ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা ক্যান্টেনমেন্ট বোর্ড কলেজের এক ছাত্রীকে নকল সরবরাহ ও পরীক্ষার প্রশ্নের উত্তর বলে দেওয়ার অভিযোগে হলে দায়িত্বরত পরিদর্শক আনোয়ার উল আজিম নামে এক শিক্ষককে ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার পরীক্ষা চলাকালে হলে ওই শিক্ষক অসদউপায় অবলম্বন করতে গেলে কুমিল্লা বোর্ডের বিজিলেন্স টিমের চোখে হাতে নাথে ধরা পড়ে। তারপর এই অভিযোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুজ্জামান তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। আটক মো. আনোয়ার উল আজিম অর্থনীতি বিভাগের প্রভাষক।

আটকের বিষয়টি নিশ্চিত করে আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. সামছুজ্জামান ও জেলা পরীক্ষা নিয়ন্ত্রক কায়ছার আহম্মেদ কুমিল্লার বার্তা ডটকমকে বলেন, ক্যান্টেটমেন্ট ভোর্ডের ওই শিক্ষক এক ছাত্রীকে নকল সরবরাহ ও প্রশ্নের উত্তর সরবরাহ করতে গেলে কুমিল্লা বোর্ডের বিজিলেন্স টিমের চোখে হাতে নাথে ধরা পড়ে। তারপর তাকে ভ্রাম্যমাণ আদালতের আইন অনুসারে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও সোমবার আইসিটি পরীক্ষায় অসদউপায় অবলম্বনের দায়ে ১১জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে।



from ComillarBarta.com http://ift.tt/2oltydi

April 11, 2017 at 11:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top