মুম্বাই, ২৫ এপ্রিল- নারীদের বিরুদ্ধে অপরাধ বেড়ে চলার জন্য হিন্দি সিনেমার দিকে আঙুল তুলেছিলেন ভারতের কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গান্ধি। এবার মন্ত্রীর কাছে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর জন্য আবেদন জানালেন রাবিনা ট্যান্ডন। বললেন, যৌন অপরাধীদের জন্য আইনে সংশোধনের প্রয়োজন রয়েছে। বিচারপ্রক্রিয়া আরও দ্রুত হওয়া প্রয়োজন। সম্প্রতি মুক্তি পেয়েছে রাবিনা ট্যান্ডন অভিনীত মাতৃ। নারীদের প্রতি অপরাধের ঘটনায় বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সিনেমায়। যা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছে ছবিটিকে। হয়েছে সমালোচনাও। সেবিষয়ে রবিনা ট্যান্ডন টুইট করে মেনকা গান্ধিকে বলেছেন, মাতৃ নিয়ে অনেকে বিচলিত। আসলে ইচ্ছাকৃতভাবে এসব করা হচ্ছে। দরকার পদক্ষেপ গ্রহণের। একটি ধর্ষণের ঘটনাও টুইটারে পোস্ট করেছেন এই অভিনেত্রী। রাবিনার টুইটের উত্তর দিয়েছেন মেনকা গান্ধি। তিনি লিখেছেন, আপনি ঠিক বলেছেন। বেশ কয়েকটি ঘটনার জন্য আমিও আবেদন করেছি। মানসিকতায় বদল আনার জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার। এরপরে রাবিনার টুইট, দ্রুত আইনের সংশোধনের প্রয়োজন রয়েছে। আর/১০:১৪/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oIKZ6S
April 26, 2017 at 05:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top