শিশুমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

কোচবিহার, ১৭ এপ্রিলঃ শিশুমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের  মহারাজা নৃপেন্দ্র নারায়ণ (এমজেএন) হাসপাতালে। অভিযোগ, রবিবার গভীর রাতে হাসপাতালে কর্মরতা এক আয়ার গাফিলতিতে মৃত্যু হয় ৬ দিনের এক সদ্যোজাতের। ১ টি শিশুর দেখাশোনার জন্য রাখা হলেও মোট ৪টি শিশুর দেখাশোনা করছিল অভিযুক্ত আয়া। জন্মের পর থেকই শিশুটিকে রাখা হয়েছিল এসএনসিইউ-তে। সেখান থেকে রবিবার রাতে তার মায়ের কাছে আনা হলে কিছুক্ষণ পর রাত ২ টা নাগাদ শিশুটির অবস্থার অবনতি হয় এবং মৃত্যু হয় শিশুটির।

রাত থেকেই দফায় দফায় বিক্ষোভ দেখায় শিশুটির পরিজনেরা। সকালে হাসপাতাল চত্ত্বর বেশ উত্তপ্ত হয়ে পড়লে কোতোয়ালি থানার পুলিশ এসে পরিস্থাতি নিয়ন্ত্রণে আনে। বাণেশ্বরের বাসিন্দা মৃত শিশুটির বাবা খোকন মোদক অভিযুক্ত আয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2oCNdpk

April 17, 2017 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top