উড়ান প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী

সিমলা, ২৭ এপ্রিলঃ সস্তায় বিমান পরিসেবা দিতে বৃহস্পতিবার হিমাচলপ্রদেশের সিমলায় ‘উড়ান’ প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসেবার অঙ্গ হিসাবে সিমলা থেকে দিল্লি বিমান চলাচলও শুরু হল এদিন। এই প্রকল্পে ছোটো শহরুগুলিতে বিমান পরিসেবা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া এই প্রকল্পে বিমান ভাড়া প্রতি ঘণ্টায় আড়াই হাজার টাকার বেশি নেওয়া যাবে না বলেও স্থির করেছে কেন্দ্র। এদিন এই প্রকল্পের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দেখতে চাই হাওয়াই চপ্পল পড়া ভারতবাসীও বিমানে চড়ছে।’ এদিন এই প্রকল্পে কাড়াপা-হায়দরাবাদ ও নানদেদ-হায়দরাবাদ বিমান পরিসেবাও শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমাঞ্চলের ২৪টি, উত্তরাঞ্চলের ১৭টি, দক্ষিণাঞ্চলের ১১টি, পূর্বাঞ্চলের ১২টি ও উত্তর-পূর্বাঞ্চলের ৬টি  বিমানবন্দর থেকে উড়ান প্রকল্পে বিমান পরিসেবা চালু করা হবে। গত মাসে পাঁচটি বিমানসংস্থাকে ১২৮টি রুটে বিমান চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2p6ItKv

April 27, 2017 at 03:31PM
27 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top