আইজল, ২২ এপ্রিলঃ আর কয়েক ঘণ্টা পরে মুয়ালপুইয়ের রাজীব গান্ধি স্টেডিয়ামে কার্যত আই লিগ খেতাবের লড়াইয়ে নামছে মোহনবাগান আর আইজল এফসি। বৃহস্পতিবার সারারাত ঝড়বৃষ্টির পর থেকে মাঠ দিয়ে কিছুটা চিন্তায় রয়েছেন মোহন-কোচ সঞ্জয় সেন। তাঁর চিন্তা আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে শুক্রবার প্র্যাকটিসে নেমে ড্যারেল ডাফির চোট পাওয়ার ঘটনা। তবে মাঠ দেখে কাতসুমি, সনির বেশ খুশি। ডাফি খেলবেন কিনা, তা চূড়ান্ত দেখে নিয়েই দল সাজাবেন সঞ্জয়। আবহাওয়া, ভেজা মাঠ যদি মোহনবাগানের একটা দুশ্চিন্তা হয় তা হলে অবশ্যই দ্বিতীয় বড়ো চিন্তা এখানকার দর্শক। প্রথমবার ঘরের টিম আই লিগ পাবে—এই স্বপ্ন নিয়ে তৈরি আইজলের দর্শকরাও।
আইজল কোচ খালেদ জামিল অবশ্য জানেন, মোহনবাগান ড্র করলেও খেতাবের লড়াইয়ের এগিয়ে থাকবে। কিন্তু তাদের জেতা ছাড়া কোনো গতি নেই। তার উপর প্রথমবার ভারতসেরা হওয়ার হাতছানির চাপ অনভিজ্ঞ আইজলের ছেলেরা কতটা নিতে পারবে, সেনিয়েও কিছুটা চিন্তা আছে খালিদের। তবে, আইজলের কোচ অত্যন্ত বুদ্ধিমান। তিনি জানেন যদি প্রথমেই মোহনবাগানের রক্ষণে ধাক্কা দেওয়া যায় তা হলে ঘরের মাঠে দর্শকদের পাশে নিয়ে জাতীয় দলের ম্যাচে ফিরে আসার রাস্তাটা বন্ধ করে দেওয়া সহজ হবে। তাই প্রথম থেকেই ঝাঁপাতে চাইছেন খালিদ।
আর খালিদের দলের এই প্রথম ধাক্কাটা সামলে দিয়ে গোল না খেলেই সঞ্জয়ের দল অনেকটাই এগিয়ে যাবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2p1JEch
April 22, 2017 at 01:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন