বর্ধমান, ০৭ এপ্রিল- ২৮ লক্ষ ৮২ হাজার ৩১ জনকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে রাজ্যের ২৩ তম নতুন জেলা পশ্চিম বর্ধমান। শুক্রবার আসানসোলের পুলিশ লাইন মাঠ থেকে নতুন এই জেলা ভাগের ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নয়া এই জেলা গঠিত হচ্ছে ১৪ লক্ষ ৯৭ হাজার ৫৭৯ জন পুরুষ এবং ১৩ লক্ষ ৮৪ হাজার ৪৫২ জন মহিলাকে নিয়ে। এখানে মোট বাড়ির সংখ্যা ৬ লক্ষ ৪ হাজার ৩৩২ টি। পূর্ব বর্ধমান জেলায় থাকছেন ২৪ লক্ষ ৬৯ হাজার ৩১০ জন পুরুষ এবং ২৩ লক্ষ ৬৬ হাজার ২২ জন মহিলা। এখানে মোট বাড়ির সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৫৯৬ টি। ১৬ টি থানা ২টি মহকুমা, ৮ টি ব্লক, ৬২ টি গ্রাম পঞ্চায়েত, ৮৩৩ টি গ্রাম সংসদ এবং ৬১১ টি মৌজা বিশিষ্ট নতুন এই পশ্চিম বর্ধমান জেলার মোট আয়তন হচ্ছে ১৬০৩.১৭ বর্গ কিলোমিটার। পূর্ব বর্ধমানে থাকছে ১৭ টি থানা ৪ টি মহকুমা, ২৩ টি ব্লক, ২১৫ টি গ্রাম পঞ্চায়েত, ৩২৩৪ টি গ্রাম সংসদ এবং ২২১৫ টি মৌজা। পূর্ব বর্ধমান জেলার মোট আয়তন হচ্ছে ৫৪২০.৮৩ বর্গ কিলোমিটার। গঠনের মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় ২১ লক্ষ ২৪ হাজার ২৭৬ জন ভোটার রয়েছেন। রয়েছেন ৩৭ জন উভয়লিঙ্গের মানুষও। থাকছে ২৪৬০টি বুথ। ৯টি বিধানসভা ছাড়াও থাকছে গলসী বিধানসভার একাংশ (১ থেকে ৮১ পার্ট পর্যন্ত)। লোকসভার আসন থাকছে ২টি আসানসোল এবং বর্ধমান-দুর্গাপুর। পূর্ব বর্ধমান জেলায় ৩৬ লক্ষ ৬৬ হাজার ১৫৮ জন ভোটার থাকছেন। এঁদের মধ্যে ৫২ জন উভয়লিঙ্গের মানুষ। থাকছে ৪৩২৪ টি বুথ। ১৫টি বিধানসভা ছাড়াও থাকছে গলসী বিধানসভার একাংশ (৮২ থেকে ২৯৩ পার্ট পর্যন্ত)। লোকসভার আসন থাকছে বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের একাংশ এবং বিষ্ণুপুর, বোলপুর লোকসভা দুটি কেন্দ্রের অংশ। জেলার সীমানা বিন্যাসের জেরে কাঁকসা ব্লকের ৩ টি গ্রাম পঞ্চায়েত পশ্চিম বর্ধমানের দিকে চলে গেলেও এই ব্লকের ৪টি গ্রাম পঞ্চায়েত থেকে গেল পূর্ব বর্ধমান জেলায়। এমনকি কাঁকসা থানা আসানসোল পুলিশ কমিশনারেটের মধ্যে না থাকায় এবং নতুন জেলার মধ্যে ঢুকে পড়ায় এই থানা কার অধীনে থাকবে তা এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকেই তাই তাকিয়ে রয়েছেন নতুন জেলাবাসীরা। কারণ শুধু কাঁকসা ব্লকের সমস্যাই নয়। এখনও পর্যন্ত নতুন এই জেলার জন্য জেলাপরিষদ গঠন হবে কিনা তা নিয়েও দোলাচলে প্রশাসনের আধিকারিকরা। কারণ, অদূর ভবিষ্যতে কাঁকসা সহ লাউদোহা প্রভৃতি কয়েকটি এলাকা বৃহত্তর দুর্গাপুর পুর নিগমের অধীনে আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান পুর নিগমের ওয়ার্ড সংখ্যা ৪৩ হলেও তা বাড়িয়ে ৭৫ করার চিন্তাভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই এলাকাগুলি পুর নিগমের অধীনে চলে যাওয়ারই সম্ভাবনা। একইভাবে আসানসোল পুর নিগমের এলাকাও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে সামগ্রিকভাবে পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রে আদপেই জেলা পরিষদের কোনো বাস্তবতা থাকবে কিনা তা নিয়েও রয়েছে রীতিমত কৌতূহল। এরই পাশাপাশি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় নতুন জেলাশাসক নিয়োগ করায় পুলিশ কমিশনারেট এবং জেলাশাসকের মধ্যে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ নিয়েও জটিলতা সৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারাই। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন পশ্চিম বর্ধমান জেলায় থাকছে একটি জেলা হাসপাতাল। একটি মহকুমা হাসপাতাল। ১টি গ্রামীণ হাসপাতাল। ৮টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। ৩২টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ১৭৩টি সাব সেন্টার। নয়া এই জেলায় থাকছে ৯৯৯ টি প্রাথমিক স্কুল। থাকছে ২৯১ টি উচ্চ প্রাথমিক স্কুল। থাকছে ২৫৮ টি শিশু শিক্ষা কেন্দ্রও। পূর্ব বর্ধমান জেলায় থাকছে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। দুটি মহকুমা হাসপাতাল। ৫ টি গ্রামীণ হাসপাতাল। ২০ টি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। ৭৪ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং ৫৯২ টি সাব সেন্টার। থাকছে ৩৫৭২ টি প্রাথমিক স্কুল, ৭৬২ টি উচ্চ প্রাথমিক স্কুল এবং ৮৮৪ টি শিশু শিক্ষা কেন্দ্র। সম্প্রতি অবিভক্ত বর্ধমান জেলা পরিষদের যে আর্থিক বাজেট প্রকাশিত হয়েছে তার মধ্যে কেবলমাত্র আসানসোল দুর্গাপুর মহকুমা এলাকার জন্যই বরাদ্দ হয়েছে প্রায় ৩৮৮ কোটি টাকা। কিন্তু জেলা ভাগের পর আদৌ বর্ধমান জেলা পরিষদ তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদ ওই অর্থ ভিন্ন জেলার উন্নয়ন খাতে ব্যয় করতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। কারণ এখনও পর্যন্ত এব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি জেলা প্রশাসনের কাছে। বিশেষত, একটি জেলার জেলা পরিষদ কখনই অন্য জেলার উন্নয়নে বাজেট বরাদ্দের টাকা খরচ করতে পারে না। ফলে এক্ষেত্রেও একটি সংকট তৈরি হয়েছে। যার উত্তর মিলতে পারে শুক্রবার মুখ্যমন্ত্রীর ঘোষণায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ofXutg
April 07, 2017 at 07:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top