ঢাকা, ০৩ এপ্রিল- টিভি নাটকে বৈচিত্রময় সব চরিত্রে দেখা যায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। কখনো রোম্যান্টিক, কখনো ক্ষ্যাপাটে আবার কমেডিয়ান হয়ে তিনি ব্যাপক সমাদৃত হয়েছেন। এই অভিনেতার ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবার তিনি দর্শকদের সামনে আসছেন মহাগুরু হয়ে। সোমবার (৩ এপ্রিল) থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক মহাগুরু। সেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। মহাগুরু নাটকটি রচনা করেছেন রিজওয়ান খান এবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ। মোশাররফ করিম বলেন, নাটকে আমার চরিত্রের নাম মহব্বত আলী। যে এমএ পাস করে চাকরির সন্ধানে বরিশাল থেকে ঢাকায় আসে। শহরে এসে অনেক স্ট্রাগল করে সে অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু চাকরি জোটে না। একটা সময় সে মহাগুরু হয়ে ওঠে। তিনি আরও বলেন, এই চরিত্রে অভিনয় করতে গিয়ে বোরিং ফিল করিনি। সবমিলিয়ের বলবো তৃপ্তি পেয়েছি কাজটি করে। নাটকটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, শহিদুজ্জামান সেলিম, নিলয় আলমগীর, শখ, অহনা, বাঁধন, নিশা, স্নেহা, দিলারা জামান, সাবেরী আলম, আ খ ম হাসান, জুঁই করিম প্রমুখ। প্রতি রোববার ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে মহাগুরু নাটকটি প্রচারিত হবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nN6ELm
April 03, 2017 at 05:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন