মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে প্রস্তুত, হুমকি উত্তর কোরিয়ার

সিওল, ২৩ এপ্রিলঃ মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। রবিবার উত্তর কোরিয়ার তরফে এমনই হুমকি দেওয়া হয়েছে। আমেরিকার পাশাপাশি জাপানের উদ্দেশ্যেও হুমকি দিয়েছে কিম উন জং সরকার। সূত্রের খবর, আমেরিকার যুদ্ধজাহাজকে ডুবিয়ে সামরিক ক্ষমতা প্রদর্শন করতে চায় বলেও দাবি করেছে উত্তর কোরিয়া।

পশ্চিম প্রশান্ত সাগরে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ। একইসঙ্গে যোগ দিয়েছে জাপান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস কার্ল ভিনসন কোরিয়ান পেনিনসুলার দিকে এগিয়েছে। উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক পরীক্ষার জেরেই ট্রাম্পের এই নির্দেশ।

তবে উত্তর কোরিয়া যে পিছু হঠতে নারাজ তা তাদের এই হুমকিতেই স্পষ্ট। তাদের সেনাবাহিনী যে প্রস্তুত তা দাবি করেছে সরকারি মুখপাত্র রোডোং সিনমাম।



from Uttarbanga Sambad http://ift.tt/2pS6mUv

April 23, 2017 at 03:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top