লোকসভায় ঝগড়ায় জড়ালেন দুই মন্ত্রী!

নয়াদিল্লি, ৬ এপ্রিলঃ সংসদ বা রাজ্য বিধানসভায় বিরোধী ও শাসকদলের সাংসদ বা বিধায়কদের বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ার ঘটনা আকছার ঘটে থাকে। এমনকী সেই বিতণ্ডা অনেক সময় হাতাহাতিতেও পর্যবসিত হয়েছে। কিন্তু বৃহস্পতিবার লোকসভায় যা দৃশ্য দেখা গেল এক কথায় নজিরবিহীন। ঝগড়ায় জড়িয়ে পড়লেন একই মন্ত্রীসভার দুই সদস্য! এদিন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে বিমানে উঠতে না দেওয়ার  সিদ্ধান্তে বিতর্ক শুরু হয় অসামরিক বিমানচলাচল মন্ত্রী অশোক গজপতি রাজু এবং ভারীশিল্প মন্ত্রী অনন্ত গীতের মধ্যে। উল্লেখ্য, অনন্ত গীতে মোদি মন্ত্রীসভায় শিবসেনার একমাত্র সদস্য। অনন্ত অভিযোগ করেন, রবীন্দ্র গায়কোয়াড়ের বিরুদ্ধে কোনোরকম তদন্ত না করেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হচ্ছে না। রাজু জানান, বিমান চলাচলের ক্ষেত্রে কোনোভাবেই সুরক্ষা নিয়ে আপস করা উচিত নয়। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হওয়ায় আসরে নামেন অপর দুই মন্ত্রী রাজনাথ সিং ও স্মৃতি ইরানি। রাজু ও অনন্তকে নিরস্ত করেন তাঁরা। যদিও দুই ক্যাবিনেট মন্ত্রীর প্রকাশ্য ঝগড়ায় অস্বস্তিতে শাসক দল। অন্যদিকে, এদিন লোকসভায় রবীন্দ্র গায়কোয়াড় ফের দাবি করেন যে, তিনি কোনোভাবেই দোষী নন। ফলে এয়ার ইন্ডিয়ার কাছে ক্ষমা চাইবেন না।



from Uttarbanga Sambad http://ift.tt/2nenciv

April 06, 2017 at 01:59PM
06 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top