অখিলেশ-মায়াবতী-মুলায়মের নিরাপত্তায় কোপ যোগীর

লখনউ, ২৩ এপ্রিলঃ উত্তরপ্রদেশ সরকার এবার সিদ্ধান্ত নিল রাজ্যের বিরোধী দলের নেতা-নেত্রীদের নিরাপত্তা সম্পর্কিত অতিরিক্ত সুযোগ সুবিধা কমানোর।

উত্তরপ্রদেশের বিভিন্ন নেতা-নেত্রী যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব, অখিলেশ যাদব, মায়াবতী, সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব, রামগোপাল যাদব এবং এসপি নেতা শিবপাল যাদব, আজম খান প্রমুখেরা এতদিন পর্যন্ত নিরাপত্তায় যেসমস্ত অতিরিক্ত সুযোগ-সুবিধা পেতেন সেখান থেকে তাঁদের বঞ্চিত করার প্রস্তুতি শুরু।

জানা গিয়েছে, মোট ১৫১ জন ভিআইপি যারা এতদিন নিরাপত্তার অতিরিক্ত সুযোগ সুবিধা উপভোগ করে আসছিলেন তাদের মধ্যে ১০৫ জনের ওপর থেকেই তুলে নেওয়া হয়েছেএই বিশেষ সুযোগসুবিধা।

তবে বাড়ানো হচ্ছে বেশ কিছু নেতা-নেত্রীর নিরাপত্তা ব্যবস্থাও। বর্ষীয়ান বিজেপি নেতা বিনয় কাটিয়ার নিরাপত্তা পাবেন জেড (Z) ক্যাটাগরির নিরাপত্তা।

সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শনিবার। শনিবার থেকেই নিরাপত্তা সংক্রান্ত এই নয়া নিয়ম লাগু হয়েছে। যোগী মন্তব্য করেন, নিরাপত্তা কর্মীরা কাজ করবেন জনস্বার্থে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oyf7ly

April 23, 2017 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top