বোমা উদ্ধার, চাঞ্চল্য মেখলিগঞ্জে

মেখলিগঞ্জ, ২৭ এপ্রিলঃ বোমা উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ালো মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে। উদ্ধার হওয়া বোমা হাতবোমা বা পেটো বোমা নামেই পরিচিত।

পুলিশ ও বিএসএফ সূত্রের খবর, গোপনসূত্রে খবর পেয়ে ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের সর্দারপাড়ার জাকির মহম্মদের বাড়ির কাছাকাছি একটি ব্যাগ থেকে তিনটি হাতবোমা পাওয়া যায়। একটি বাজারের ব্যাগের ভেতর তুলোর ওপর বোমা রেখে পাটশাক দিয়ে ঢাকা অবস্থায় ছিল বোমাগুলি। পরবর্তীতে সেগুলি নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে বম্ব ডিস্পোসাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। বিকেলে বম্ব স্কোয়াড এসে সেগুলি নিষ্ক্রিয় করে। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বোমাগুলি উদ্ধার হওয়ায় এবং বিএসএফ ক্যাম্প পাশে থাকায় স্বাভাবিকভাবেই অতি তত্পরতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হয়। তবে স্থানীয় জাকির মহম্মদের বাড়িতে কিভাবে বোমাগুলো এল এবং ঘটনার সঙ্গে কে বা কারা এই যুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন। তদন্তে মেখলিগঞ্জ থানার পুলিশ।  



 



from Uttarbanga Sambad http://ift.tt/2p7PA5i

April 27, 2017 at 09:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top