বিশ্বনাথে সংবর্ধনা অনুষ্ঠানে, এমপি ইয়াহইয়া চৌধুরী

22.04.17= 2মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট ) থেকে ::সিলেট-২ আসনের এমপি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, এলাকার কৃষি ও কৃষকের উন্নতির জন্য নদীর নাব্যতা ফিরিয়ে আনা জরুরী। নদীর নাব্যতা ফিরে আসলে ব্যবসায়ীদের ব্যবসাও বৃদ্ধি পাবে। বাড়ানো হবে নদীর তীরের সৌদর্য্য। তাই এলাকাবাসির সার্বিক সহযোগীতায় ভূমিখোকোদের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছদ করে ‘বাসিয়া নদী’র নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

তিনি শনিবার (২২এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে তাঁর (এহিয়া) সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি আরোও বলে, নিজেদের দলাদলি-হানাহানির জন্য যাতে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ না হয়, সেদিকে সরকারি দলের নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।

কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুরাণ বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ’সহ বিশ্বনাথবাসীর সকল দাবী পর্যায়ক্রমে পূরণ করা হবে।

পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন’র সভাপতিত্বে এবং ওয়ার্ড কমিশনার আমির মিয়া ও হেলাল আহমদ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপির চেয়ারম্যান ছয়ফুল হক, ৭নং ওয়ার্ড মেম্বার জহুর আলী, ৯নং ওয়ার্ড মেম্বার হেলাল আহমদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচন কমিশনার আরশ আলী রেজা, প্রবীন ব্যবসায়ী রুপক কুমার দেব, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী নুর মিয়া, সাধারণ সম্পাদক হাসমত আলী, ব্যবসায়ী তাজ উদ্দিন বাবুল, সাইদুর রহমান, রাসেদ খান মিলন।

বক্তব্য রাখেন পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমিশনার মবশ্বির আলী মোল্লা, আনোয়ার মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার সুয়েব আহমদ ও মানপত্র পাঠ করেন কোষাধ্যক্ষ মাওলানা আকমল আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আবদুল বারী বারিক, ফজলু মিয়া, নাসির উদ্দিন, শামীম আহমদ, শাহনেওয়াজ চৌধুরী সেলিম, করিমা বেগম, প্রবীন ব্যবসায়ী লেচু মিয়া, উলফত মিয়া, ছাতির আলী, উমরা মিয়া শিকদার, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল, আবুল খয়ের মেম্বার, ফিরুজ আলী, সুমন আহমদ সুনন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাফিজ খান, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি আরশ আলী, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, জাপা নেতা সালেহ আহমদ তোতা, সাইদুর রহমান, শরীফ আহমদ, রইসুল ইসলাম, প্রদীপ দেব, নুরুল হক লেচু মোল্লা, আবদুল কাদির, ব্যবসায়ী মাসুক মিয়া, নজির মিয়া, ফারুক মিয়া, আবদুস সালাম, তেরাব আলী, আওয়াল আহমদ, রাহিম আহমদ, রহিম উদ্দিন, দিলবর আলী, সুমন বৈদ্য, যুবলীগ নেতা ফজলু মিয়া, উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আলা উদ্দিন প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oTW87s

April 22, 2017 at 09:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top