দলাইকে ব্যবহার করা উচিত নয় দিল্লির, দাবি বেজিংয়ের

বেজিং, ১৭ এপ্রিলঃ তিব্বতীয় ধর্মগুরু দলাই লামার অরুণাচল সফর ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। চিনের স্বার্থ ক্ষুণ্ণ করতে তিব্বতীয় নেতাকে ভারতের ব্যবহার করা উচিত নয়। চিনের তরফে সোমবার এমনটাই বলা হয়েছে।

চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, ‘অতীতে নানা কারণে ভারত-চিন সম্পর্ক ভালো ছিল না। আমরা তিব্বত নিয়ে ভারতের দায়বদ্ধতার কথা মেনে চলার আবেদন জানাচ্ছি।’ বিষয়টি নিয়ে ভারতের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়।

ভারত জানিয়েছে, তিব্বত ইশ্যুতে ভারতের মত বদলায়নি। তিব্বত চিনের অংশ। দ্বিপাক্ষিক সহমতের ভিত্তিতে সীমান্ত সমস্যার ন্যায্য সমাধান চায় নয়াদিল্লি।

চলতি মাসের ৪ তারিখে অরুণাচলপ্রদেশে গিয়েছিলেন দলাই লামা। তিনি তাওয়াংয়েও গিয়েছিলেন। দলাই লামার অরুণাচল সফরের সঙ্গী হয়েছিলেন ভারতের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী কিরেন রিজিজু। দলাই লামার অরুণাচল সফর নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল গণপ্রজাতন্ত্রী চিন।



from Uttarbanga Sambad http://ift.tt/2oEu2LT

April 17, 2017 at 10:11PM
17 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top