স্টকহোম ট্রাক হামলা, গ্রেফতার ২

স্টকহোম, ৮ এপ্রিলঃ সুইডেনের ট্রাক হামলায় শনিবার দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, শুক্রবার বিকেলে সুইডেনে স্টকহোমের ডিপার্টমেন্টাল স্টোরে হঠাত্ই ঢুকে পড়ে একটি ট্রাক। ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনাটিই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

ঘটনাস্থল থেকে অভিযুক্ত চালক পলাতক। পুরো ঘটনাটি সন্ত্রাস হামলা বলে মনে করছেন সুইডেন প্রধানমন্ত্রী স্টিফান লফভেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2npGukY

April 08, 2017 at 04:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top