বিশ্বনাথে আহত ব্যক্তির মৃত্যু

7845120-9বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘঠিত মারামারির ঘটনায় আহত আবদুল খালিক (৪৫) নামক এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি উপজলার রাজনগর-মোল্লারগাঁও গ্রামের মৃত সৈরত আলীর পুত্র। তিনি শুক্রবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ফজর আলী জানান, গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী’র সাথে আবদুল খালিক’র কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে আবদুল খালিক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার দিবাগত রাতে আবদুল খালিক মৃত্যুবরণ করেন।

মারামারির ঘটনা অস্বীকার করে জানাইয়া গ্রামের তারিজ আলী বলেন, শুনেছি আবদুল খালিক স্টোক করে মারা গেছে।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2pQGWt8

April 22, 2017 at 09:35PM
22 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top