মুম্বাই, ২৭ এপ্রিল- নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নাচ বালিয়েতে সোনাক্ষি সিনহার পরিবর্তে বিচারক আসনে বসেছেন মালাইকা অরোরা। সেখানেই কথিত প্রেমিক অর্জুন কাপুরের মুখোমুখি হতে হলো বলিউডের এই অভিনেত্রীকে। নিজের আসন্ন ছবি হাফ গার্লফেন্ড-এর প্রচারণার জন্য নাচ বালিয়ের মঞ্চে হাজির হয়েছিলেন অর্জুন। তবে মজার ব্যাপার হলো, প্রতিবারের মতো এবারও একে অপরকে এড়িয়ে চলেছেন তারা। অর্জুনের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রদ্ধা কাপুর ও পরিচালক মোহিত সুরি। এদিকে অর্জুনের একটি ঘনিষ্ঠসূত্র বলছে, অর্জুন ও মালাইকার ভ্যানেটি ভ্যান পাশাপাশি রাখা ছিলো। কিন্তু তবুও সেখানে যাওয়ার জন্য আলাদা পথ ব্যবহার করেছেন তারা। ওই সূত্র আরও জানায়, সবাই যখন একসঙ্গে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান, তখন সেখান থেকে চলে যেতে চাইছিলেন অর্জুন। পরে সকলের অনুরোধে ফিরে আসেন। কিন্তু এ সময় আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মালাইকা। এর ফলে একসঙ্গে ক্যামেরাবন্দি হননি তারা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2q9dmw4
April 27, 2017 at 08:48PM
27 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top