নিউ ইয়র্ক, ১৭ এপ্রিলঃ ফোর্বসের অনূর্ধ্ব ৩০ সুপার অ্যাচিভার্স তালিকায় এশিয়ার প্রথম ৩০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন ভারতের জিমন্যাস্ট দীপা কর্মকার, কুস্তিতে অলিম্পিক মেডেল বিজয়ী সাক্ষী মালিক এবং অভিনেত্রী আলিয়া ভাট। এই ‘নতুনত্বের সীমানার বাইরে’ রয়েছেন পঞ্চাশেরও বেশি ভারতীয়।
২০১৭ সালে প্রকাশিত ফোর্বসের দ্বিতীয় এই তালিকায় প্রযুক্তি, বাণিজ্যে, মনোরঞ্জন বিভিন্ন বিভাগের অনূর্ধ্ব ৩০ তালিকায় ১০টি বিভাগে মোট ৩০০ জন রয়েছেন।
তবে, ৭৬ জন বিজেতা নিয়ে প্রথম স্থানে রয়েছে চীন, ৫৩ জন নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।
মাত্র ০.১৫ পয়েন্টের জন্যে রিও-অলিম্পিকে ভারতের দীপা কর্মকারের (২৩) হাতছাড়া হয় মেডেল। কিন্তু তাতে কি! ভারতের হয়ে দীপাই প্রথম রিও-তে অংশগ্রহণকারী জিন্যাস্ট। সারা বিশ্বে মাত্র ৫ জন জিমন্যাস্ট প্রোদুনোভা ভল্ট প্রদর্শন করতে পারেন। তাদের মধ্যে দীপা অন্যতম। এদিকে, নানা প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে কুস্তিতে প্রথম ভারতীয় হিসেবে রিও-তে প্রথম পদকজয়ী সাক্ষী মালিক (২৪)। আলিয়া ভাট (২৪) ২০ টিরও বেশি জনপ্রিয় ছবিতে অভিনয় করেন। যার মধ্যে ৬টি ছবিরই সারা বিশ্ব জুড়ে প্রথম সপ্তাহে সংগ্রহ ১.৫ মিলিয়ন ডলার।
এই তালিকায় আরও রয়েছেন, শ্রীকান্ত গায়কোয়াড(২৫) ভারতের প্রথম প্যারামেডিক্যাল সাঁতারু যিনি ইতিমধ্যেই কোচ এবং অর্জুন পুরস্কারের সঙ্গে মোট ৯৬টি পুস্কার জিতে নিয়েছেন। এনজিও শিসেজ (SheSays) এর প্রতিষ্ঠাতা তৃষ্ণা শেঠি (২৬), গো ডায়মেনশন (GoDimension) অ্যাপের নির্মাতা সঞ্জয় (১৫) এবং শ্রবন কুমারন (১৭), বোল্যান্ট ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা শ্রীকান্ত বোল্লা( ২৫)।
from Uttarbanga Sambad http://ift.tt/2oFgUrt
April 17, 2017 at 03:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন