হাতির হানায় মৃত মহিলা, বিক্ষোভ রাজাভাতখাওয়ায়

আলিপুরদুয়ার, ৩০ এপ্রিলঃ উন্মত্ত দাঁতাল হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। রবিবার ভোরে ডুয়ার্সের পশ্চিম রাজাভাতখাওয়া রেঞ্জ এলাকার বিচ লাইনের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে ওই রেঞ্জ অফিস তালা মেরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ডুয়ার্স ফরেস্ট ভিলেজার্স ওয়ার্কার্স ইউনিয়ন ও তৃণমূল কংগ্রেসের যৌথ নেতৃত্বে গ্রামবাসীরা প্রতিবাদ জানায়। স্থানীয় সূত্রের খবর, মৃত ফৌরি মুন্ডা(৩১) রাজাভাতখাওয়া গারো বস্তির বাসিন্দা।

গ্রামবাসীদের দাবি, এলাকায় প্রায়ই চলে হাতির হামলা। ফলে প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব এলিফেন্ট স্কোয়াড তৈরির দাবি জানান এলাকাবাসী। এছাড়া রাজাভাতখাওয়ায় বনকর্মীদের টহলদারি বৃদ্ধি করারও দাবি জানান তাঁরা।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালচিনি থানার পুলিশ। কিন্তু বিক্ষোভ সামাল দিতে অসমর্থ হয়। টানা কয়েক ঘন্টা বিক্ষোভের পর ঘটনাস্থলে বনকর্তারা গ্রামবাসীদের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। গ্রামবাসীদের বিক্ষোভে নেতৃত্ব দেন তৃণমূলের অঞ্চল সভাপতি অ্যালবার্ট সাংমা ও ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ ভট্টাচার্য প্রমুখ।



from Uttarbanga Sambad http://ift.tt/2qlGyA6

April 30, 2017 at 10:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top