ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ৮০টি বেলুনের বিশ্বরেকর্ড

yhgএকসাথে ৮০টিরও বেশি হট এয়ার বেলুনে চড়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে বেসরকারিভাবে একটি নতুন বিশ্বরেকর্ড তৈরি করেছেন একদল অভিযাত্রী।

এর আগে মানুষ বহনকারী এতগুলো বেলুন একসাথে এই চ্যানেল পাড়ি দিতে পারেনি বলে বলছে বেলফাস্ট টেলিগ্রাফ সংবাদপত্র।

এতে বলা হয়েছে, তবে এই সাফল্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

কারণ হিসেবে গিনেস কর্মকর্তারা বলছেন, যাত্রা শুরু করার আগে অভিযাত্রীরা আনুষ্ঠানিকভাবে গিনেসকে এই অভিযান সম্পর্কে জানাতে ব্যর্থ হয়েছেন।

এর আগে ২০১১ সালে মোট ৪৯টি হট এয়ার বেলুন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিল।

তবে গিনেস বলছে, তাদের কর্মকর্তারা সর্বশেষ এই অভিযানটি সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করছেন।

যদি প্রমাণিত হয় যে সত্যিই তারা বিশ্ব রেকর্ড করেছেন, তাহলে এই সাফল্যের স্বীকৃতি দেয়া হবে।

ছাব্বিশ মাইল (৪২ কি.মি.) প্রশস্ত ইংলিশ চ্যানেল বিশ্বের ব্যস্ত নৌপথগুলোর একটি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oO2y96

April 08, 2017 at 09:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top