মুম্বাই, ২৮ এপ্রিল- যখন উদ্বাস্তু হয়ে ভারতে এসেছিলেন তখন তার বয়স খুবই কম। তাই বাড়ির স্মৃতি বলতে গেলে তেমন কিছুই ছিলনা। এরপর আর কখনই সেই স্থানে যাওয়া হয়নি। তবে একবার দেশের বাড়ি পাকিস্তানের পেশোয়ারে যেতে চেয়েছিলেন বলিউডের সত্তর দশকের সুপারস্টার বিনোদ খান্না। ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার তার মহাপ্রয়াণ হয়েছে। আর কোনোদিন নিজের বাড়ি দেখতে পারবেন না তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে এমনই জানিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সংস্কৃতি দফতরের সাধারণ সম্পাদক শাকিল ওহায়েদুল্লা। তিনি জানিয়েছেন, পাকিস্তানে আসার জন্য অনুরোধ করেছিলেন বিনোদ খান্না। কোনো কারণে তার আর আসা হয়নি । ১৯৪৬ সালে পেশোয়ারে জন্ম হয়েছিল বিনোদ খান্নার। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে। পরবর্তী সময়ে পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী হিসেবে পরিচিত হয়। কেমন আছে বিনোদ খান্নার সেই পৈত্রিক ভিটা? পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পাকি ইতিহাসবিদ মাহমুদ ইব্রাহিম জিয়া বলেছেন, পেশোয়ারের খান্না পরিবারের সেই বাড়ি এখন অল পাকিস্তান উইমেন্স অ্যাসোসিয়েশনের কার্যালয়। ২০১৪ সালে পাকিস্তান থেকে একটি প্রতিনিধি দল ভারতে এসেছিল। সেই দলে ছিলেন মাহমুদ ইব্রাহিম জিয়া। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে দেখা হওয়ার স্মৃতিতে আচ্ছন্ন তিনি। জানিয়েছেন, পেশোয়ারে নিজের বাড়িতে যাওয়ার জন্য মুখিয়ে ছিলেন বিনোদ খান্না।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qngsfv
April 29, 2017 at 03:43AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন