ঢাকা, ২৫ এপ্রিল- অভিষেকের পর থেকেই একের পর কীর্তি গড়ে আস্থার প্রতীক হয়ে উঠেছেন বাংলাদেশের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান। তবে কাউন্টি খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার পর দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফিরলেও নিজের সেরাটা খুঁজে পাননি তিনি। তাই এ নিয়ে ক্রিকেটভক্তদের দুশ্চিন্তারও শেষ নেই। দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এ নিয়ে চিন্তিত। তবে ২১ বছর বয়সী এ তরুণকে প্রত্যাশার চাপ দিতে চান না অধিনায়ক। তাকে স্বাভাবিক খেলতে দিলেই দেশের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন মাশরাফি। মোস্তাফিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে মাশরাফি বলেন, মোস্তাফিজের জন্য আরও বড় সমস্যা যা তৈরি হয়েছে সেটা হচ্ছে চোট। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। ওর বয়সও মাত্র ১৯/২০। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য পরিস্থিতি খুব কঠিন এখন। এ সময় আমরাও যদি ওকে একইভাবে চাপে রাখি তাহলে ওর জন্য আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওকে যদি আমরা রিল্যাক্স রাখতে পারি, ওর প্রতি আমাদের যে প্রত্যাশা সেটা যদি না করে বাস্তবতা ভাবি আমার মনে হয় ও আমাদের জন্য আগামী ১০ বছরের জন্য দারুণ সম্পদ হবে। চোট কাটিয়ে গত নিউজিল্যান্ড সিরিজে মাঠে ফিরেছেন মোস্তাফিজ। তবে এখনও ফিরে পাননি ছন্দ। এর কারণ উল্লেখ করে মাশরাফি বলেন, আমার মনে হয়, ওর সঙ্গে এই মুহূর্তে যা হচ্ছে সেটা স্বাভাবিক। এর আগে ও যেটা পেয়েছে সেটা অস্বাভাবিক ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই আপনি ৪/৫ ম্যাচে ৩০ উইকেট পাবেন- এটা অবিশ্বাস্য একটি ব্যাপার। এখন যা হবে, ওকে কষ্ট করে উইকেট নিতে হবে। ওকে পড়ছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে। উল্লেখ্য, বর্তমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে রয়েছেন মোস্তাফিজ। সেখানে এক ম্যাচ খেলার সুযোগ পেলেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় সাইড লাইনে বসে থাকতে হচ্ছে তাকে। আর/১৭:১৪/২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pvnYs3
April 25, 2017 at 11:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন