কলকাতা, ১৩ এপ্রিল- একাধারে অভিনেতা, প্রযোজক ও সাংসদ। চ্যাম্প-এর প্রচার নিয়ে অত্যন্ত ব্যস্ত এই মুহূর্তে দেব। তার মধ্যেই অংশ নিলেন লোকসভা অধিবেশনে এবং একটি বিশেষ দাবিও তুললেন। বাংলা ছবির সুপারস্টার হওয়ার পাশাপাশি তিনি সাংসদও। তাই ছবির শ্যুটিং, ডাবিং ও প্রচারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ যেমন রয়েছে, তেমনই সংসদ অধিবেশনে অংশ নেওয়াও তাঁর দায়িত্ব। সংসদে এখন চলছে বাজেট অধিবেশন। দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর প্রথম ছবি চ্যাম্প-এর প্রচার শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার ফাঁকেই তাঁকে উড়ে যেতে হল দিল্লি। মঙ্গলবার লোকসভায় জিরো আওয়ারে ডেবরা-র রেল ওভারব্রিজ নিয়ে একটি প্রশ্ন উত্থাপন করেন ঘাটালের সাংসদ দেব। এই ডেবরা ব্লকটি তাঁর লোকসভা এলাকা ঘাটালেরই অন্তর্ভুক্ত। ডেবরার বালিচক রেলস্টেশনে একটি প্রস্তাবিত ওভারব্রিজের প্রসঙ্গ তোলেন দেব। তিনি বলেন যে এই স্টেশনটি ওই ব্লকের লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করেন। অথচ সেখানে এখনও কোনও ওভারব্রিজ না থাকায় অত্যন্ত সমস্যায় পড়েন সেখানকার লোকজন। এই প্রসঙ্গে আর কী বললেন দেব, দেখে নিন নীচের টুইটার লিঙ্কে ক্লিক করে Deepak Adhikari ( @idevadhikari) speaks in #LokSabha on the need for railway overbridge in Debra http://pic.twitter.com/AMLcq9r6Ha AITC (@AITCofficial) April 11, 2017 আর/১২:১৪/১৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2puixWf
April 13, 2017 at 06:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন