অমরাবতী, ২ এপ্রিলঃ ছেলে নাড়া লোকেশকে নিজের মন্ত্রীসভায় নিয়ে এলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আজ লোকেশ সহ রাজ্যের বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস থেকে এনডিএ-তে নাম লেখানো চার বিধায়ক ও আরও ছয়জন বিধায়ক মন্ত্রীসভায় যোগ দেন। এদিন লোকেশসহ ১১ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অন্ধ্রের রাজ্যপাল ইএসএল নরসিমহা। গতমাসে বিধায়ক কোটায় রাজ্য বিধান পরিষদে নির্বাচিত হন মুখ্যমন্ত্রী পুত্র।
from Uttarbanga Sambad http://ift.tt/2nwCXxs
April 02, 2017 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.