নিজস্ব প্রতিবেদক ● জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।পরে তাদের মধ্যে পাঁচজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতরা হলেন ফারুক (৪০) ও সাইদুর (৪৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের আশরাফ হোসেন ও শাহ আলম কবির গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আশরাফ ও কবির দুজনই স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের অনুসারী। আশরাফ নবীপুর ইউনিয়ন পরিষদের সদস্য।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের লোকজন দা, ছেনি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন ফারুক ও সাইদুর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।
from ComillarBarta.com http://ift.tt/2oTR6Ip
April 19, 2017 at 09:07AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন