কুমিল্লা মাতালো জলের গান

নিজস্ব প্রতিবেদক ● ভার্চুয়াল ফান টাউনের প্রথম বর্ষপূর্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া ৮ দিনের “বাঙ্গালী সংস্কৃতির মহা উৎসব ১৪২৪” বৃহস্পতিবার শেষ হয়েছে।

বৃহস্পতিবার কনসার্টে মাতিয়ে গেল জনপ্রিয় ব্যান্ড দল জলের গান। উৎসবের শেষ দিনে জলের গানের শিল্পীদের পরিবেশনা দর্শনার্থীদের আনন্দে নতুন মাত্রা যোগ করে।

এছাড়া উৎসবে প্রতিদিনই ছিল নানা ধরনের ব্যাতিক্রমি আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই প্রতিদিন ফান টাউনে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

ভার্চুয়াল ফান টাউনের স্বত্বাধিকারী পারভেজ আহমেদ কুমিল্লার বার্তা ডটকমকে জানান, ৮ দিনের উৎসবের শেষ দিনে জলের গানের পরিবেশনা ছিল। দর্শনার্থীরা উৎসবের প্রতিটি অনুষ্ঠানই ভালো ভাবে উপভোগ করেছে। ফান টাউনের আগামী আয়োজনগুলোতেও আমাদের সাথে থাকার আহব্বান জানাচ্ছি।



from ComillarBarta.com http://ift.tt/2oUJt2q

April 20, 2017 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top