মুম্বই, ২৭ এপ্রিলঃ প্রয়াত হলেন বলিউড অভিনেতা বিনোদ খান্না। দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭০ বছর। ‘সিভিয়ার ডিহাইড্রেশন’ নিয়ে হাসপাতালে ভরতি করা হয়েছিল বিনোদ খান্নাকে। ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন বিনোদ খান্না। ১৯৬৮ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতে নেগেটিভ রোলে অভিনয় করেন। নায়ক হিসাবে প্রথম ছবি হাম তুম আউর ও। তারপর থেকে ১৪১ টি সিনেমাতে অভিনয় করেছেন। বিনোদ খান্না অভিনীত উল্লেখযোগ্য ছায়াছবি হল মেরে আপনে, মেরে গাঁও মেরে দেশ, কাচ্চে ধাগে, অমর আকবর অ্যান্টনি। বর্তমানে পাঞ্জাবের গুরুদাসপুরের সাংসদ ছিলেন বিনোদ খান্না। তাঁ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনেমামহলে।
from Uttarbanga Sambad http://ift.tt/2pBSkt5
April 27, 2017 at 12:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.