সরকারি কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সরকালি কজেল ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে চাঁপাইবাবগঞ্জ সরকারী কলেজ চত্বরে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ হোসেন গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ফায়সাল আহমেদ তমাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহমেদ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কারমাল শেখ, ইমন শেখ।
বক্তারা দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এরআগে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2oJYXoS

April 01, 2017 at 12:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top