মুম্বাই, ২৫ এপ্রিল- বিতর্ক আর বাজে সময় যেন আর পিছু ছা়ড়ছে না কৌতুক অভিনেতা কপিল শর্মার। সদ্য ১০০ এপিসোড পেরিয়েছে সনি টিভিতে প্রচারিত দ্য কপিল শর্মা শো। এ বার জোকস চুরির অভিযোগ উঠল এই শো-এর বিরুদ্ধে! অভিযোগ করেছেন আরেক কৌতুক অভিনেতা অভিজিত গাঙ্গুলী। নিজের ফেসবুক পোস্টে অভিজিত লিখেছেন, ওই শো-এর একটি এপিসো়ডে কমেডিয়ান কিকু সারদা নাকি তার লেখা জোক বলেছেন। ফলে ওই শো-এর স্ক্রিপ্ট যারা লেখেন, তারা চুরি করছেন বলে অভিযোগ করেছেন অভিজিত। তার দাবি, তিন বছর আগেই হ্যাভিং অ্যান এল্ডার ব্রাদার-এর চিত্রনাট্যের ওপর পারফর্ম করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ওই চিত্রনাট্যের ওপর একটি ভিডিও আপলোড করেছেন দুসপ্তাহ আগে। তার অভিযোগ, সেটা থেকেই নাকি স্রেফ টুকে দেওয়া হয়েছে তার লেখা জোক। অভিজিত লিখেছেন, কপিল শর্মা, চুরি করাটা ঠিক নয়। কারও জোক নিয়ে আপনি ন্যাশনাল টিভিতে পারফর্ম করলেন, যেখানে লক্ষ লক্ষ দর্শক ভাবলেন সেটা আপনি লিখেছেন। এর পর আমি আবার যখন পারফর্ম করব, তখন লোকে ভাববে আমি আপনারটা চুরি করেছি। অভিজিতের দাবি, প্রথমে তাঁর এক বন্ধু মারফত খবর পান যে, তারই জোক ওই শো-তে ব্যবহার করা হয়েছে। তিনি নিজে দেখার পর বুঝতে পারেন, ঘটনাটি সত্যি। তার কথায়, আমি হতাশ। রাগ হচ্ছে, নিরুপায় মনে হচ্ছে। এটা যেন আর কারও সঙ্গে কখনও না হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১৭:১৪/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qa6Rsn
April 26, 2017 at 12:46AM
25 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top