পুকুরে মাছ নয়, ভেসে বেড়াচ্ছে টাকা

বালুরঘাট, ৭ এপ্রিলঃ পুকুরময় ভেসে বেড়াচ্ছে টাকা। সাঁতরে, জাল ফেলে মাছ খোঁজার বদলে টাকার বান্ডিল ধরতে ব্যস্ত বাসিন্দারা।

জানা গিয়েছে, শুক্রবার শহরের ৬ নম্বর ওয়ার্ডের হোসেনপুরের একটি পুকুরে ১০, ২০ ও ৫০ টাকার নোটের বেশ কিছু বান্ডিল ভেসে বেড়াতে দেখেন বাসিন্দারা। প্রথমে আচারের প্যাকেটে থাকা নকল টাকা মনে করা হলেও, পরে আসল টাকা বলে নিঃসন্দেহ হতেই পুকুরে ঝাঁপিয়ে পড়েন বাসিন্দারা। এলাকায় খবর ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। বাসিন্দারা অনেকেই ওই টাকা নিয়ে পগারপার হয়ে যান। পরে পুলিশ সেখানে পৌঁছে টাকাগুলি উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এদিন এত টাকা ওই এলাকায় কীভাবে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান ডিএসপি (সদর) সৌম্যজিত বড়ুয়া।

এদিকে গতকালই শহরের নারায়ণপুর এলাকার একটি ফিনান্স কোম্পানি থেকে চুরির ঘটনা সামনে এসেছে। ওই কোম্পানির ভল্ট ভেঙে ১০, ২০ ও ৫০ টাকার বান্ডিল চুরি হয়েছে বলে জানা গিয়েছে। ওই সংস্থার টাকাই এদিন উদ্ধার হওয়া টাকাগুলি কিনা, তা অবশ্য এদিন খোলসা করেনি পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2nL7mHG

April 07, 2017 at 08:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top