নৌকা জেটি ভেঙে দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩

ভদ্রেশ্বর (হুগলি), ২৬ এপ্রিলঃ গঙ্গার জোয়ারের জলে নৌকা জেটি ভেঙে তলিয়ে গেলেন কমপক্ষে ৭০ জন। ২০ জনকে স্থানীয়রা উদ্ধার করতে পারলেও এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ বহু। বুধবার সকাল ১১টা নাগাদ ভদ্রেশ্বরের তেলেনিপাড়ায় নৌকা জেটিতে এই দুর্ঘটনা ঘটে। জেটি ভাঙার পরেই উদ্ধার কাজে নামেন স্থানীয় বাসিন্দারা।

উত্তরবঙ্গ থেকে উদ্ধার কাজের জন্য জেলা প্রশাসনকে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করার নির্দেশও দিয়েছেন তিনি। মৃতদর পরিবারকে ২ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা দিয়েছে কলকাতা পুলিশের বিপর্যয়  মোকাবিলা বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, ওই নৌকা জেটিটি বেশ কয়েকদিন ধরেই ক্ষতিগ্রস্ত ছিল। এদিন গঙ্গায় জোয়ারের জলের তোড়ে ভেঙে যায় সেটি। সেইসময় জেটির উপর বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন। জেটি ভাঙার সঙ্গে সঙ্গে গঙ্গার জলে পড়ে যান তারা।



from Uttarbanga Sambad http://ift.tt/2qdAeKl

April 26, 2017 at 02:36PM
26 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top