লাল কার্ডের সঙ্গে সার্জিও রামোসের সখ্য রয়েছে। সর্বশেষ এল ক্ল্যাসিকোতেও দেখলেন লাল কার্ড। বার্সেলোনার বিপক্ষে পঞ্চমবারের মতো আর গোটা ক্যারিয়ারে এটা তার ২৩তম লাল কার্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার বিপক্ষে তখনও পিছিয়ে রিয়াল। ম্যাচের ৭৭ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি। তাকে আটকানোর চেষ্টা করেন রামোস। তবে ট্যাকেলটি হয় বাজেভাবেই। কী আর করার! রেফারি আলেসান্দ্রো হোসে হার্নান্দেজ কার্ড উঁচিয়ে জানান দিলেন, রামোস আর মাঠে থাকতে পারছেন না। কারণ কার্ডের রংটা ছিল লাল। রামোসের একই পরিণতি (লাল কার্ড দেখা) হয়েছিল গত বছরের শেষ এল ক্ল্যাসিকোতেও। বার্সার বিপক্ষে ওই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন আলেসান্দ্রো হোসে হার্নান্দেজ। এবার এল ক্ল্যাসিকো মাঠে গড়ানোর আগে রেফারি হার্নান্দেজকে রিয়ালের একটি জার্সি পাঠান রামোস। ব্যাপারটা অনেকের কাছেই সন্দেহজনক মনে হতে পারে। কিন্তু এটা বার্তা দেয়ার জন্য জার্সিটি পাঠিয়েছিলেন রামোস! সরাসরি হার্নান্দেজকে দেননি। পাঠিয়েছেন হোটেল সানস বিচ হোটেলের মালিক হুয়ান কার্লোস আলবিক্সেসের মাধ্যমে। আর/১৭:১৪/২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pp1E0n
April 28, 2017 at 11:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top