নয়াদিল্লি, ২৮ এপ্রিলঃ ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় শহিদ ২৫ জন জওয়ানের সন্তানদের পাশে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। তাদের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলেন তিনি। গৌতম গম্ভীর ফাউন্ডেশন শহিদের সন্তানদের পড়াশোনার দায়িত্বভার নেবে। এই ব্যাপারে ইতিমধ্যেই তাঁর এই সংস্থা কাজ শুরু করে দিয়েছে।
বৃহস্পতিবার গম্ভীর ট্যুইটে বলেছেন, ‘দেশের জন্য আত্মলিদান দিলেন ২৫ জন সিআরপিএফ জওয়ান। কখনও কখনও আমার মনে হয়, আমরা কি এই আত্মত্যাগের যোগ্য?’
তিনি ট্যুইটে আরও বলেন, ‘এয়ারকন্ডিশনিংয়ের ঘাটতি, বিশাল এসইউভি-র সাইজ এগুলির উপর নির্ভর করে থাকি আমরা। এবার নয়তো শহিদ সিআরপিএফ জওয়ানের মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করা যাক।’
from Uttarbanga Sambad http://ift.tt/2pogvIp
April 28, 2017 at 01:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন