সদ্যোজাতর মৃত্যু নিয়ে বিক্ষোভ বালুরঘাটে

বালুরঘাট, ৪ এপ্রিলঃ মাত্র একদিন বয়সের এক সদ্যোজাতের মৃত্যুকে কেন্দ্র করে চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে সরব হল শিশুর পরিবার। মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে প্রচণ্ড বিক্ষোভ দেখায় ওই শিশুর পরিবারের সদস্যরা। মূলত নার্স ও আয়াদের কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে নালিশও জানানো হয়। শিশু জন্মালে আয়াদের উপঢৌকন চাওয়া রাজ্য জুড়ে নিষিদ্ধ হয়েছে। কিন্তু বালুরঘাট হাসপাতালে ওই শিশুর জন্মের জন্য হাজার টাকা নেওয়া হয়েছে বলেও অভিযোগ জানান মৃত শিশুর বাবা পার্থ দাস। এদিন এমন অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। বছরখানেক আগে এক নার্সের কর্তব্যে গাফিলতিতে এক সদ্যোজাত শিশুর হাতের আঙুল কাটা কাণ্ড নিয়ে প্রবল তোলপাড় হয়েছিল। নার্স ও আয়াদের কর্তব্যে গাফিলতির অভিযোগ স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।



from Uttarbanga Sambad http://ift.tt/2oEEr9L

April 04, 2017 at 09:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top