নাচোলে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অগ্নিকা- ও সড়ক দুর্ঘটনা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে রবিবার এক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। যৌথ মহড়ায় অংশ নেয় চাঁপাইনবাবগঞ্জ এবং রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুল হামিদ।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিকা- বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে প্রতি সপ্তাহে রোববার বেলা ১১টায় এবং বৃহস্পতিবার রাত ১২টায় জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে মহড়া দিয়ে থাকে। এরই অংশ হিসেবে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন নিয়ন্ত্রণ, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নিরাপদে উদ্ধার, সড়কে যানবাহনের নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। মহড়ায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান ঝালু, রহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সাইফুল ইসলাম, ফায়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ২৩-০৪-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2ozmMA0

April 23, 2017 at 12:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top