চোরাই কাঠ উদ্ধার

রাঙ্গালিবাজনা, ৩০ এপ্রিলঃ ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ের লকিয়তঊল্লাহ হাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল চোরাই কাঠ। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জ ও এসএসবি-র যৌথ অভিযানে রবিবার উদ্ধার হল প্রায় ৬০ সিএফটি বেআইনি সেগুন কাঠ। উত্তর ও দক্ষিণ খয়েরবাড়ির দুটি বিটের যৌথ দ্বায়িত্বপ্রাপ্ত আধিকারিক সনৎ শূর জানান, এলাকার বাসিন্দা মহম্মদ জামিরুলের বাড়ির কাছে হাতকরাত দিয়ে সেগুন গাছের গুঁড়ি চেরাই করার প্রস্তুতি নিচ্ছিল কাঠপাচারকারীরা। রবিবার সকালে এলাকায় টহল দিতে গিয়ে চোরাই কাঠের সন্ধান পান বনকর্মীরা। খয়েরবাড়ির বন থেকে বেআইনিভাবে সেগুন গাছগুলি কাটা হয়েছিল বলে জানানো হয়েছে। তবে নির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় কারোর নামে মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছে বনদপ্তর।



from Uttarbanga Sambad http://ift.tt/2qsfoXC

April 30, 2017 at 05:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top