কলকাতা, ০৫ এপ্রিল- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৭ এপ্রিলের নৈশভোজে অংশ নেবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের একটি বিশেষ সূত্র জানিয়েছে, নৈশভোজে যোগ দিতে ৭ এপ্রিল শুক্রবার দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ এপ্রিল বুধবার রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে মমতা বলেন, দিল্লিতে রাষ্ট্রপতির আমন্ত্রণ ভারত-বাংলাদেশের যৌথ বিষয়। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন। তার সম্মানেই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লি যাচ্ছি। এই নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাষ্ট্রপতি ভবনে সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকতে পারেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ৮ এপ্রিল দিল্লির হায়দরাবাদ ভবনে ভারতীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দুই দেশের প্রধানমন্ত্রী। এর আগে ওই দিন সকালে প্রাতরাশ টেবিলে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। আর/১৭:১৪/০৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oCMBSO
April 06, 2017 at 12:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top