শিলিগুড়ি, ১ এপ্রিলঃ মাঠে বল গড়াতে এখনও সপ্তাহ খানেক বাকি। কিন্তু ৯ এপ্রিল কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠেয় আই লিগের ফিরতি ডার্বির উন্মাদনার পারদ চড়িয়ে সোমবার থেকেই টিকিট বিক্রির সিদ্ধান্ত নিল শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। শনিবার পরিষদ সচিব অরূপরতন ঘোষ এপ্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘সোমবার সকাল ১১.৩০ থেকে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের কাউন্টারে ডার্বির টিকিট পাওয়া যাবে। মোট ২৭ হাজার টিকিট ছাপানো হয়েছে। টিকিটের দাম রাখা হয়েছে ১০০, ১৫০, ২০০ ও ৩০০ টাকা। ইতিমধ্যেই আমরা ১৫ হাজার টিকিটের স্টাম্পিং করে ফেলেছি। বাকিটাও দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। টিকিট বিক্রির সময় দু দলের সমর্থকদের জন্য আলাদা কাউন্টার হবে। মোহনবাগানের চাহিদা অনুযায়ী ৫ হাজার টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে। ম্যাচের দিন বাগান সমর্থকরা ৯ ও ১০ নম্বর গ্যালারিতে বসতে পারবেন। কোনোরকম কমপ্লিমেন্টারি টিকিট থাকছে না। ম্যাচের কিক অফ হবে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে। পাশাপাশি গরমের কথা মাথায় রেখে দর্শকদের জন্য জলের ব্যবস্থাও করা হবে। ম্যাচের দিন প্রতিটি গেটে পাউচ জলের প্যাকেট থাকবে। দর্শকরা ১০ টাকার বিনিময়ে চারটি পাউচ পেয়ে যাবেন।’
from Uttarbanga Sambad http://ift.tt/2oKhDVb
April 01, 2017 at 05:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.