ঢাকা, ২০ এপ্রিল- চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শাকিব খানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতি। এরইমধ্যে তার বাসায় উকিল নোটিশ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উকিল নোটিশটি তাকে একদিন আগে পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার বিকেলে শাকিবের গুলশানের বাসার ঠিকানায় ব্যারিস্টার মারফত নোটিশ পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, উকিল নোটিশের জবাব দিতে শাকিবকে সাত দিন সময় দেয়া হবে। এরমধ্যে সদুত্তোর দিতে না পারলে আমরা মামলা করবো। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে শাকিব খান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক আর শিল্পীদের হেয় করে কথা বলেন বলে অভিযোগ। শাকিব বলেন, এখন যেহেতু বেশি চলচ্চিত্র হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমার মনে হয় এই দেশে এক নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন বা দুই দিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। ব্যাপার না, আমার নামে নাম-বদনাম দুই-ই চলতে হবে। শাকিবের এই বক্তব্যে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। ক্ষুব্ধ হন নির্মাতারা। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, শাকিব আমাদের ছোট করে কথা বলেছেন। তার কাছে এমন মন্তব্য আশা করিনি। পরিচালকরাই কিন্তু সুপারস্টার তৈরি করেন। সেটা শাকিব ভুলে গেছেন। তিনি তার অতীতও ভুলে গেছেন। প্রযোজক-পরিচালকদের কারণে আজ শাকিব খান তারকা হয়েছেন। তার রুটি-রুজির ব্যবস্থা হয়েছে। আর আজ শাকিব প্রযোজক পরিচালক আর শিল্পীদের হেয় করে কথা বলে চরম অন্যায় করেছেন। উকিল নোটিসের সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। আর/১৭:১৪/২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oSSNEb
April 20, 2017 at 11:31PM
20 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top