নয়াদিল্লি, ৩ এপ্রিলঃ ২০১৬ সালের রিও অলিম্পিকে প্রথম পদক আসে সাক্ষীর হাত ধরেই আসে। পদক জেতার কিছুদিন পরেই ঘোষণা করেছিলেন তিনি তাঁর দীর্ঘদিনের প্রেমিক বন্ধু কুস্তিগির সত্যার্থ কাদিয়ানকে বিয়ে করতে চলেছেন। অবশেষে ২ এপ্রিল রোহতকে এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধলেন সাক্ষী। উপস্থিত ছিলেন অনেক সেলিব্রিটিই। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বিয়ের পরও সাক্ষী তার প্র্যাকটিসে খামতি রাখবে না।
from Uttarbanga Sambad http://ift.tt/2o21v4h
April 03, 2017 at 06:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.