ক্রিকেটে বাজি না ধরায় আক্রান্ত যুবক

মালদা, ২৪ এপ্রিলঃ ফের ক্রিকেট খেলা ঘিরে বাজি ধরা নিয়ে বচসার জেরে আক্রান্ত এক যুবক। রবিবার রাতে ইংরেজবাজার মিলকি গ্রামে ঘটনাটি ঘটেছে। আহত যুবকের নাম সফিকুল শেখ (২৫)। মিলকির মির্জাচক পাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে, গতকাল রাতে ক্রিকেট চলাকালীন সফিকুল শেখকে বাজি ধরতে জোর করে তার দুই বন্ধু। কিন্তু সে না মানায় তাদের মধ্যে বচসা বাধে। এরপরই ব্লেড দিয়ে সফিকুলকে আঘাত করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেজিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সফিকুলের পরিবার ওই দুই যুবকের নামে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2pcHybQ

April 24, 2017 at 05:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top